অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বাড়িয়ে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৭ জুলাই) ভোরে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি বাহিনীর দাবি, হুতি বিদ্রোহীদের দফায় দফায় চালানো আক্রমণের জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। প্রায় এক মাস বিরতির পর ইয়েমেনভিত্তিক হুতি নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আবারও হামলা চালাল ইসরায়েল।
সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, লোহিত সাগরের তীরবর্তী হোদাইদা শহরে ইসরায়েলি হামলার পর সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি বিকল হয়ে পড়ে এবং পুরো শহর বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে ঢেকে যায়।
হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের চালানো আক্রমণ প্রতিহত করেছে।
হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘আল-মাসিরা’ একাধিক ইসরায়েলি বিমান হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, এসব হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বন্দরগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করেছিল।
এছাড়া ইসরায়েলি বাহিনী জানায়, তারা রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালিয়েছে। ২০২৩ সালের শেষের দিকে হুতিরা এই বাণিজ্যিক জাহাজ জব্দ করেছিল।