আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৬জুলাই) বিকেল ৪টায় স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলনের এ নিয়মিত পর্যালোচনা ও কর্মপরিকল্পনার অংশ হিসেবে রুকনদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু।
সভাটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা বিগত মাসের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন। তিনি বলেন, “রুকনদের দায়িত্বশীলতা ও কাজের মান আরও উন্নত করার জন্য প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।”
প্রধান অতিথি তার বক্তব্যে রুকনদের প্রতি ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করে বলেন, “আত্মশুদ্ধি ও জ্ঞানে উৎকর্ষ অর্জনের জন্য কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য নিয়মিতভাবে অধ্যয়ন করতে হবে। কর্মের মধ্যে দায়িত্বশীলতা ও আন্তরিকতা আনতে হবে। নিজের চরিত্র ও শিষ্টাচার উন্নত করতে হবে, কারণ ব্যক্তির পরিবর্তনের মাধ্যমেই সমাজ পরিবর্তন সম্ভব।” তিনি আরও বলেন, আগামী মাসে রুকনদের অর্ধ-বার্ষিক ব্যক্তিগত পরিকল্পনা এবং জনশক্তি বৃদ্ধির অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।
সভায় বিশেষ অতিথি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু বলেন, “তরুণদের ইসলামী দাওয়াতের কাজে যুক্ত করতে হবে। যুব সমাজকে ইসলামের আলোয় গড়ে তুলতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা শাখার অধিকাংশ রুকন।
সভা শেষে দোয়ার মাধ্যমে সমগ্র জাতি, মুসলিম উম্মাহ ও ইসলামী আন্দোলনের সফলতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল।