স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ বেদবাড়ি রেলগেটের অদুরে ট্রেনে কেটে অঙ্গাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
চুয়ডাঙ্গা রেল পুলিশের এস আই জগদীশ কুমার জানান, রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল মুন্সিগঞ্জ বেদবাড়ি রেলগেটের অদুরে মাঠের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। ধারনা করা হচ্ছে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে ওই ব্যক্তি মারা গেছে। নিহতের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। মাথার কোন চিহ্ন নেই। ডান হাত একেবারে থেতলে গেছে। পা কেটে পড়ে গেছে। মৃত দেহের পাশে একটি ছেড়া লুঙ্গী ও শার্ট পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। কিভাবে ঘটেছে তা জানা যায়নি।
পিআইবি পরিদর্শক নাসির উদ্দিন বলেন, আমরা মৃতদেহ সনাক্তের চেষ্টা করছি। তবে হাতের কোন চিহ্ন নাই, মুখ মন্ডলের কোন আকৃতি না থাকায় আমরা এখনো পরিচয় সনাক্ত করতে পারেনি।