দর্শনা অফিস
দর্শনার ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের স্কাউট টিমের ড্রেস না থাকায়, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মশিউর রহমান ড্রেস উপহার দিলেন। নিজ উদ্যোগে তাদের জন্য স্কাউট ড্রেস তৈরী করে উপহার দিয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের হাজির হয়ে প্রধান শিক্ষক ইকরামুল হক মাস্টারের হাতে এই স্কাউটের ড্রেস তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত মে মাসে দর্শনার ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ে কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মশিউর রহমান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের খেলাধুলার জন্য দ্বিতীয় দফা ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলার সামগ্রী প্রদান করে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান। এরই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে স্কাউটের ২০ জন সদস্যের জন্য ২০ টি স্কাউট ড্রেস উপাহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক মাস্টার, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান, শিক্ষক প্রতিনিধি মিল্টন হোসেন।
মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মশিউর রহমান বলেন, ব্রিটিশ আমল থেকেই দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় স্কুলটি পরিচালনা হয়ে আসছে। বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে স্কুলের শিক্ষার মাননিম্নমুখী শিক্ষার্থীদের খেলাধুলা শরীরচর্চা মনোযোগ দেয়নি। পড়াশোনার মান একেবারেই অচলাবস্থা হয়েছিল। আমি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হওয়ার পর স্কুলে পড়াশোনার মান উন্নয়নে শিক্ষকদের সাথে সভা সমাবেশ করে যাচ্ছি। স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের পড়াশোনা মুখি ও খেলাধুলা মুখি করার জন্য যা যা করা দরকার সেই কাজ পর্যায় ক্রমে করে চলবো। ইতিপূর্বে খেলার সামগ্রী প্রদান করা হয়েছে। আমার নিজ অর্থায়নে বিশ জন স্কাউট সদস্যর ড্রেস প্রদান করা হলো। আগামীতে দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে সব খেলাধুলা ও শিক্ষার মান উন্নয়নে যা যা করণীয় তাই করবো।