আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), দৈনিক কুষ্টিয়ার কাগজের ব্যুরো প্রধান এবং আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি দমন কমিটির সদস্য বশিরুল আলমের ৫১ তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে জন্মদিন পালন করেন প্রেসক্লাবের সাংবাদিক ও সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এজিএম সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এন এইচ শাওন, জামায়াতে ইসলাম জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ টিপু, জামায়াত নেতা শাহীন সাহিদ, শামসুল আরেফিন রিপন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, হাটবোয়ালিয়া কলেজের প্রভাষক ও কবি আসিফ জাহান, গাংচিল সাহিত্য পরিষদের সভাপতি জামিরুল ইসলাম খাঁন,সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি জামসেদুল হক মনি, হাবিবুর রহমান (রুনু খন্দকার), সৈয়দ সাজেদুল হক মনি, যুগ্ম সম্পাদক সাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন,অর্থ সম্পাদক আতিক বিশ্বাস,আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক জাফর জুয়েল, সাহিত্য বিষয়ক সম্পাদক রিফাজ্জেল হোসেন রেফাজ, সাংবাদিক লাল্টু রহমান, হাসিবুল হোসেন, আবু জাফর,এস এম বিপ্লব মাষ্টার, রুহুল আমিন, রাজু আহমেদ। সাহিত্য পরিষদের কবি ও ধরিত্রী প্রকাশনার প্রকাশক কিশোর কারনিক, কবি সিদ্দিকুর রহমান,কবি মহসীনুজ্জামান চাঁদ, কবি গোলাম রহমান, কবি আব্দুল খালেক প্রমূখ।
তার জন্মদিন উপলক্ষে সাংবাদিক সংগঠন, বণিক সমিতি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জন্মদিন উপলক্ষে সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।