দর্শনা ডিএস মাদ্রাসায় গাছের চারা রোপণ

দর্শনা অফিস

চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া সিনিয়র ফাজেল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন গতকাল শনিবার পূর্নাঙ্গ কমিটির প্রথম মিটিং শেষে মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এর আগে সকাল ১০টায় গভর্নিং বডির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে তিনি মাদরাসার শৃংখলা ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের লক্ষ্যে বেশ কিছু গুরত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং মাদরাসার সকল সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দৃঢ় প্রত্যয় ঘোষনা করেন। তিনি শিক্ষক ও গভর্নিংবডির সদস্যদের প্রতি স্ব-স্ব দায়িত্ব পালনের এবং মাদরাসার হৃতগৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

গভর্নিং বডির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, বিদ্যোৎসাহী সদস্য- সাংবাদিক এফ এ আলমগীর ও মাসুমবিল্লাহ, অভিভাবক সদস্য- সুপার মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শাহ আলম ও মনির হোসেন মুকুল, শিক্ষক প্রতিনিধি সহ: অধ্যাপক আবুল হোসেন, আরিফুজ্জামান ও মাওলানা আবু সাঈদ ও সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোল্লা শফি উদ্দীন। গভর্নিং বডির বৈঠক শেষে সভাপতি মহোদয় মাদরাসা প্রাঙ্গনে একটি কদম গাছের চারা রোপন করেন। গাছ লাগানোসহ সার্বিক কাজে সহযোগীতা করে ছাত্রকল্যাণ পরিষদ সভাপতি নূরুল আমিনের নেতৃত্বে ছাত্রদের চৌকষ একটি দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *