মেহেরপুর অফিস
মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ায় অভিযান চালিয়ে হিরোইন সহ মা ও ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহীনির একটি দল। আটকৃতরা হলো, ঐ পাড়ার শিখা খাতুন (৩৯) ও ছেলে জাহিদ হোসেন (২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শিখা খাতুনের স্বামী নবি (৪১)। উদ্ধারকৃত হিরোইনের পরিমান ১৩০ গ্রাম। উদ্ধার করা হয় হিরোইন মাপা একটি ডিজিটাল নিক্তি, নগদ ৬২ হাজার ৮শ ৩০ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, শহরের ওয়াপদা পাড়ার একটি ভাড়া বাসাতে হিরোইনের কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহীনির একটি দল। এ সময় বাড়িতে ভাড়া থাকা নবী পালিয়ে যায়। পরে একটি কক্ষের তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে একটি পোটলাই ১০০ গ্রাম ও অপর পুটলায় ৩০ গ্রাম হিরোইনসহ শিখা খাতুন ও ছেলে জাহিদকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করা হবে।
অপরদিকে গেল রাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। পরে ঐ গ্রামের ক্লাবপাড়া থেকে তুষার আলী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তল্লাশী চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল ও নগদ দুই হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
মুজিবনগর থানা অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান জানান, তার নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।