উথলী প্রতিনিধি
জীবননগর উপজেলার উথলীতে দিনে দুপুরে সার ও কীটনাশকের দোকানের তালা ভেঙ্গে নগদ দেড় লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটছে। গতকাল শুক্রবার জুম্মা’র নামাজের সময় উথলী গ্রামের মোল্লাবাড়িতে এই ঘটনা ঘটে।
কীটনাশক ব্যবসায়ী লিটন হোসেন জানান, শুক্রবার সকাল থেকে বেঁচা কেনা করে দুপুর ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরে জুম্মার নামাজ পড়ে ও দুপুরের খাবার খেয়ে বিকাল ৪টার দিকে দোকানে আসি। দোকানে এসে দেখি আমার দোকানের শাটার খোলা ও ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে সব টাকা গুছিয়ে নিয়ে চলে গেছে। সকাল থেকে অনেক টাকার সার ও কীটনাশক বিক্রি করেছিলাম আর সার ও কীটনাশক কেনার জন্য ক্যাশ বাক্সে নগদ এক লাখ টাকা রেখে গিয়েছিলাম। সবকিছু মিলিয়ে ক্যাশ বাক্সে আনুমানিক দেড় লাখ টাকা ছিলো।