হাউলী ইউনিয়নের ৪টি স্কুলে ৪৯টি সিলিং ফ্যান বিতরণ

হাউলী প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার ০৬ নম্বর হাউলী  ইউনিয়ন পরিষদের অর্ন্তগত ০৪টি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদে সকলের উপস্থিতির মাধ্যমে ৪টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪৯টি ফ্যান দেওয়া হয়। লোকনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুধপাতিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডুগডুগী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়রামপুর স্কুল বটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ফ্যান তুলে দেওয়া হয়।

উক্ত ফ্যান বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীর  আলম, আব্দুল হান্নান, শহিদুল ইসলাম, রিকাত আলী, শাহাজামাল হোসেন, আব্দুল হান্নান, আব্দুল্লাহ সেলিম, রওশনারা খাতুন, সংরক্ষিত ইউপি সদস্য রহিমা খাতুন, সাজিবুল ইসলাম ( মিলন)। এছাড়াও আরও উপস্থিত ছিলো দামুড়হুদা উপজেলা হাউলী ইউনিয়ন শাখা বি এন পির ইউসুফ আলী  ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *