আলমডাঙ্গার বক্সীপুর মাদ্রাসার সুপার শরিয়াতুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ঈমামের খেতাব অর্জন

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গার বক্সীপুর মাদ্রাসার সুপার কুমারী আল আমিন জামে মসজিদের খতিব ও ডামোস মিলপাড়া জামে মসজিদের পেশ ঈমাম ২০২৪-২৫ অর্থ বছরে শরিয়াতুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ঈমামের খেতাব অর্জন করেছেন। গত ২৯ জুন রবিবার বেলা ২টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় ইমাম সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। সম্মেলনে তাকে এ বিরল সম্মানে ভূষিত করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডক্টর আ,খ,ম খালিদ হোসেন, (মাননীয় উপদেষ্টা ধর্মবিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন এ, কে, এম আফতাব উদ্দিন প্রামানিক (সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ) উক্ত সম্মেলনে মাওলানা মোহাম্মদ শরীয়াতুল ইসলাম হারুন। অনুষ্ঠানে শেষে ক্রেষ্ট গ্রহণ করেন। তিনি একজন ইসলাম ধর্ম ও সামাজিক মূল্যবো ও নৈতিকতার জন্যই তাঁকে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় ১০ হাজার ৮শত টাকা সম্মাননার মাধ্যমে পুরস্কৃত করেন।

তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পৌরসভার এরশাদপুর গ্রামের মোহাম্মদ রমজান আলী ছেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *