চুয়াডাঙ্গায় জুলাই বিপ্লবের শহীদ, আহত ও পঙ্গুদের দোয়া মাহফিলে রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায়  জুলাই  বিপ্লবে  শহীদ ও আহতদের দোয়া অনুষ্ঠানে জেলা আমীর রুহুল আমিন বলেছেন, জুলাই  অভ্যুত্থানের পর নতুন ফ্যাসিষ্টদের আর সৃষ্টি  হতে দেওয়া  হবে না। গতকাল মঙ্গলবার  দামুড়হুদা জামায়াত কার্যালয়ে  উপজেলা জামায়াত আয়োজিত দুপুর ২ টায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  জামায়াতের জেলা আমীর রুহুল আমিন উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা আমীর  নায়েব আলী।

               জেলা আমীর  রুহুল আমিন বলেন, আমাদের এই বাংলাদেশের ’২৪ এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন। তিনি আরো বলেন, জুলায়ের স্বপ্ন আর কোন স্বৈরাচার  মাথা উঁচু করে না দাঁড়ায় সেই দিকে  সজাগ দৃষ্টি রাখতে হবে।

               হাজার হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে । সুন্দর এই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

               এসময় আরো যারা উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাহফুজুর রহমান তালিমুল কুরআন বিভাগের পরিচালক মাওলানা মহিউদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, বেলাল হুসাইন, দর্শনা থানার আমীর রেজাউল করিম, দামুড়হুদা উপজেলার সেক্রেটারী আবেদ -উদ দ্দৌলা টিটন, দামুড়হুদা  উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া ও মহসিন আলী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *