জেলা লিগ্যাল এইড কমিটির সভায় জলা ও দায়রা জজ আকবর আলী

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৪টায় জেলা লিগ্যাল এইড অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আকবর আলী। সভায় লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম নিয়ে উপস্থিত অতিথিরা আলোচনা করেন। এছাড়া সভায় জানানো হয় নতুন করে লিগ্যাল এইডে ২৬টি নতুন আবেদন জমা পড়েছে। সভায় প্যানেল আইনজীবী কমিটি হালনাগাদের তাগিদ দেয়া হয়। যাতে করে যদি কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে সেগুলো এ কমিটি দেখভাল করবেন। এজন্য জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে একটি প্রাথমিক কমিটি করা হয়েছে। কমিটিতে রয়েছেন জেলা লিগ্যাড এইড অফিসার মোরশেদ আলম, আইনজীবী সমিতির সভাপতি শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আহসান আলী, পিপি মারুফ সরোয়ার বাবু।

সভায় জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন সেমিনার, জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করার জন্য জেলা তথ্য অফিসকে অবহিত করা হয়।

জেলা ও দায়রা জজ আকবর আলী বলেন, লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানাতে হবে। এখানে কোন কোন মামলা সহজে এবং বিনা খরচে অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেগুলো সকলকে জানাতে হবে। আপনারা সকলে লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আলোচনা করবেন। যার সাথে আলোচনা করবেন উনি যদি আরেকজনের সাথে আলোচনা করে তাহলে দেখবেন মানুষের মাঝে লিগ্যাল এইড সম্পর্কে ধারণা আসবে। এছাড়া বিভিন্ন সেমিনার ও লিফলেট বিতরণের মাধ্যমে লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। এছাড়া আইনজীবী সমিতির যে সকল লার্নেড আছেন সকলে যদি অন্তত অসহায়দের কথা বিবেচনা করে বছরে একটি করে মামলা বিনা খরচায় পরিচালনা করেন তাহলে বিচারপ্রার্থীরা অনেক উপকৃত হবেন।

জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নি.) কাজল কুমার শর্মা, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, জেল সুপার ফখর উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ছানোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মোহাম্মদ সেলিম রেজা ডালিম, এ্যাডভোকেট মানিক আকবর, ওয়েভ ফাউন্ডেশনের কানিজ সুলতানা, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আসাদুজ্জামান, জাহানারা যুব মহিলা সংস্থার সভাপতি জাহানারা খাতুন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, শাহ আলম সনি প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *