জমকালো আয়োজনে পর্দা উঠলো ‘আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ সিজন-১ নিলামের মাধ্যমে গঠিত হলো ১২টি ফ্র্যাঞ্চাইজি দল, অংশ নিল ২২০ জন ক্রিকেটার

আলমডাঙ্গা অফিস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আদলে এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) সিজন-১ এর পর্দা উঠেছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের জনপ্রিয় লাইলা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে ১২টি ফ্র্যাঞ্চাইজি মালিকানাধীন দল তাদের স্কোয়াড গঠন করে। এই ১২টি দলের মালিকানা গ্রহণ করেছে আলমডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রিকেট প্রেমী উদ্যোক্তারা।

নিলামে অংশ নেন মোট ২২০ জনের বেশি উদীয়মান ও অভিজ্ঞ স্থানীয় ক্রিকেটার। প্রত্যেকটি দল তাদের নির্ধারিত বাজেটের মধ্যে সর্বনিম্ন ১৩ জন খেলোয়াড় দলে নিতে সক্ষম হয়। খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে রাখা হয়েছিলো যা পুরো নিলামকে করে তোলে অত্যন্ত পেশাদার ও প্রতিযোগিতামূলক।

এবারের আসরে অংশগ্রহণকারী ১২টি দল হলো, ১. রুবেল টেলিকম ২. পাঁচলিয়া কিংস ৩. মমিন মালিতা লিজেন্ড ৪. মা টেলিকম ৫. হাউস পুর সুপার জায়ান্ট ৬. লাবিভ রেভেনজার৭. রেড ড্রাগন ৮. এম কে এস  ৯. সালাম কালেকশন ১০. একতা সংঘ১১. কোবা রাইডার্স ১২. এনায়েতপুর সুপার কিংস।

আয়োজক কমিটির মুখপাত্র মামুনুর রশিদ মন্ডল বলেন,আমাদের লক্ষ্য একটি পেশাদার ও প্রতিযোগিতামূলক ক্রিকেট লিগ গড়ে তোলা, যা আলমডাঙ্গার ক্রিকেটারদের জন্য হবে একটি বড় প্ল্যাটফর্ম। বিপিএল বা আইপিএলের আদলেই আমরা এই লিগের সূচনা করেছি। আমরা বিশ্বাস করি, এটি ভবিষ্যতে আলমডাঙ্গা ক্রিকেটের তারকাদের জন্ম দেবে। তিনি আরও জানান, প্রতি বছর এই লিগের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এপিএল-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আলমডাঙ্গার ঐতিহ্যবাহী বিটিম মাঠে। আয়োজনে থাকছে দর্শকদের জন্য মাঠে সরাসরি খেলা উপভোগের সুযোগ এবং অনলাইন লাইভ স্ট্রিমিং-এর বিশেষ ব্যবস্থা। শুধু একটি টুর্নামেন্ট নয়, ‘আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ’ হয়ে উঠতে যাচ্ছে আলমডাঙ্গা ক্রিকেটের নতুন বিপ্লবের নাম  স্থানীয় তরুণদের স্বপ্নকে উজ্জ্বল করবে এবং ক্রিকেটকে ছড়িয়ে দেবে আরও পেশাদার পরিসরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *