চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে অ্যাডহক ম্যানেজিং কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি এলাকার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ২৬ জুন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে যশোর বোর্ড কর্তৃক অনুমোদিত চার সদস্য হলেন, সভাপতি পদে আশাদুজ্জামান শাকিল, সাধারণ শিক্ষক সদস্য পদে জিয়াউল হক, অভিভাবক সদস্য পদে বিলকিছ বানু ও সদস্য সচিব পদে প্রধান শিক্ষক বিলকিস জাহান।
আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান বলেন, বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটি গঠন হওয়ায় সকলেই আনন্দিত ও খুশি হয়েছি। এ কমিটি বিদ্যালয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। এব্যাপারে অভিভাবক , ছাত্রী ও সচেতন মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।
আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি আশাদুজ্জামান শাকিল জানান, নতুন অ্যাডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ও সার্বিক উন্নয়নে সব সময়ই কাজ করবে। এবিষয়ে এলাকাবাসী, ছাত্রী ও অভিভাবকদের সহযোগিতা প্রত্যাশা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *