স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি এলাকার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ২৬ জুন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে যশোর বোর্ড কর্তৃক অনুমোদিত চার সদস্য হলেন, সভাপতি পদে আশাদুজ্জামান শাকিল, সাধারণ শিক্ষক সদস্য পদে জিয়াউল হক, অভিভাবক সদস্য পদে বিলকিছ বানু ও সদস্য সচিব পদে প্রধান শিক্ষক বিলকিস জাহান।
আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান বলেন, বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটি গঠন হওয়ায় সকলেই আনন্দিত ও খুশি হয়েছি। এ কমিটি বিদ্যালয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। এব্যাপারে অভিভাবক , ছাত্রী ও সচেতন মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।
আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি আশাদুজ্জামান শাকিল জানান, নতুন অ্যাডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ও সার্বিক উন্নয়নে সব সময়ই কাজ করবে। এবিষয়ে এলাকাবাসী, ছাত্রী ও অভিভাবকদের সহযোগিতা প্রত্যাশা করছি।
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে অ্যাডহক ম্যানেজিং কমিটি গঠন
