আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের প্রচার বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের অফিসে প্রচার বিভাগের মাসিক সভার আয়োজন করা হয়। উপজেলা প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক শফিউল আলম বকুল বলেন, উপজেলার প্রচার কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রত্যেক ইউনিয়ন আমীর ও সেক্রেটারীসহ ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা জরুরি। তিনি আরো বলেন, সকল জনশক্তিসহ যাদের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচার বিভাগে কার্যক্রমে অংশ নিতে হবে, একমাত্র আল্লাহর তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। সভায় আগামী জুলাই মাসে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভা সঞ্চালনা করেন প্রচার বিভাগের সেক্রেটারি সাদ্দাম হোসেন।
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের প্রচার বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
