উথলী প্রতিনিধি
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলকে সমর্থক করার কারনে নতুন ৩০ জন কর্মীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার বিকালে উথলী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে নতুন সদস্যদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউল হক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন। উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তারবিয়াতের সেক্রেটারি জিয়াউল হক।
এসময় বিশেষ অতিথি ছিলেন, উথলী ইউনিয়ন জামায়াতে নায়েবে আমির নুরুল হুদা, ইউনিয়ন বায়তুল মাল শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, উথলী ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি সুজাউল হক জিহাদ। উথলী শাখার ওলামা সভাপতি শরিফুল ইসলামসহ ওয়ার্ড ও ইউনিট শাখার দায়িত্বশীল কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান।
উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন কর্মীদের নাম ঘোষণা
