চুয়াডাঙ্গা পৌর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টায় শহরের মাঝের পাড়ায় এ সভার আয়োজন করা হয়। ওয়ার্ড মহিলা দলের সভাপতি কাকুলী পারভীনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা
প্রধান অতিথির বক্তব্যে রিনা বলেন, ‘দেশের দুঃসময়ের ন্যায় এই গুরুত্বপূর্ণ সময়েও নারী সমাজকে আরও সচেতন ও সংগঠিত হতে হবে। আমাদের মা-বোনেরা শুধু ঘর নয়, রাষ্ট্র পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পতিত স্বৈরাচার সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ভোটের অধিকারও হরণ করেছিল। তখনও চুয়াডাঙ্গা মহিলা দলের সকল পর্যায়ের নেত্রীরা রাজপথে ছিলো, আগামীতেও থাকবে। জনগণের সরকার নির্বাচনে জেলা মহিলা দলের প্রতিটি কর্মীকে ঘরে ঘরে পৌঁছে গণজাগরণ সৃষ্টি করতে হবে। মহিলা দলকে গ্রাম থেকে শহর পর্যন্ত শক্তিশালী করতে হবে। যার যার এলাকায় গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিন। গণতন্ত্রের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তাতে নারীদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।’
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, পৌর বিএনপির নেত্রী রহিমা খাতুন এবং ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানা আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন নেত্রী ফেরদৌসী বেগম, চায়না খাতুন, নাজমা, হালিমা, লতা, তাহমিনা আক্তার, আরিফা বেগম ও তমা। এছাড়া মাঝের পাড়ার স্থানীয় মহল্লার কর্মীবৃন্দ বৈঠকে অংশ নেন।
চুয়াডাঙ্গা পৌর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *