দর্শনা বাউল পরিষদের ফল সেবা অনুষ্ঠিত

দর্শনা অফিস

জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন দর্শনা বাউল পরিষদ গতকাল শনিবার সন্ধায় নিজস্ব কার্যালয়ে মৌসুমি ফল সেবা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। প্রতিবছর এই দিনে সংগঠনের কর্মি সমর্থক সাধু বাউল ফকির ও এলাকার সুধীজনদের নিয়ে বেশ জাকজমক ভাবেই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। সংগঠনের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউল বাৎসরিক ফল সেবার আগে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বলেন, দল বেধে মৌসুমি ফল সেবন করা বাংলার চিরায়ত লোকসংস্কৃতি একটি বড় অংশ। এ জন্য বাংলার লোকসংস্কৃতির ভান্ডার এতো সমৃদ্ধ। বক্তব্যে শেষে সংগঠন কার্যালয়ে দেশীয় ফল আম জাম কাঠাল কলা পেয়ারা জাম্বুরা আতা পেঁপে সেবন করা হয়।

এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ওস্তাদ রাহাত আলি, ওস্তাদ ইয়ারব আলি, ওস্তাদ পিন্টু শাহ, অভিনেতা আঃ ছাত্তার, বিল্লাল হোসেন, রমজান আলি, সমির আলি, সাইদুর রহমান হোসাইন আহম্মেদ, হাবলু মিয়া, মনির উদ্দিন, নিজাম  উদ্দিন, মতিয়ার রহমান, সোহেল আহম্মেদ, মেহেদি হাসান, সোহাব জামান, সিজান আহম্মেদ, দরবেশ মন্ডল সহ প্রায় শতাধীক মেহমান ফল সেবায় অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *