কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি মাদক বিরোধী সফল অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা মিশন পল্লীর বাদশা মন্ডলের ছেলে রিঠু মন্ডল (২৫) কে ১০ পিস ইয়াবা সহ আটক করেছে। জানাগেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের সার্বিক দিক নির্দেশনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকরাম হোসেন গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোর্স সহ গতকাল শনিবার দুপুর ১টার দিকে কার্পাসডাঙ্গা মিশন পাড়ার জৈনক রবি মন্ডলের বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবা সহ রিঠু মন্ডলকে গ্রেফতার করে। আটককৃত আসামীকে দামুড়হুদা মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা সহ তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।