কানাইডাঙ্গায় মলম পার্টির ২ সদস্য গ্রামবাসীর হাতে আটক, পুলিশে সোপর্দ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গায় মলম পার্টির ২ সদস কে আটক করেছে গ্রামবাসী। এসময় তাদরে কাছ থেকে তাদের কাছ থেকে চেতনানাশক ঔষধ ও মাদ্রাসার ভূয়া রশিদ বই পাওয়া গিয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কানাইডাঙ্গা গ্রামের আয়ুব আলীর ছেলে আনছার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে ২ জন ব্যক্তি কানাইডাঙ্গা গ্রামের আয়ুব আলীর ছেলে আনছার আলীর বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিকের চিৎকারে পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশি এগিয়ে আসলে তাদেরকে আটক করে বেঁধে রাখে। পরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ সদস্যরা এসে তাদেরকে নিয়ে যায়।

এ বিষয়ে পরিবারের লোকজন জানান, গত বছর এই দুইজন ব্যক্তি ওই মোটর সাইকেলযোগে আমাদের বাড়িতে আসে। কৌশলে ঘরের তালা ভেঙ্গে টাকা চুরি করে তারা পালিয়ে যাওয়ার সময় তাদেরকে তাড়া করে ধরা সম্ভব হয়নি। গতকাল আবার তারা দুজন একই মোটরসাইকেলে আমাদের বাড়িতে আসে। মাদ্রাসার নামে টাকা নিবে বলে। তাদের মোটরসাইকেল দেখে তাদেরকে বাড়ির লোকজন সনাক্ত করতে পারে। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আকরাম খান জানান, কানাইডাঙ্গা গ্রাম থেকে অজ্ঞান পার্টির ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কুষ্টিয়া মিরপুর থানার কাতলামারী গ্রামের খন্দকার শোয়েব আলীর ছেলে আমির চাঁদ (৪০) ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে বিদ্যুৎ আহম্মেদ (৩০)। তাদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *