মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির কার্যালয়ে নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার ট্রাক ট্রাংকলরি কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনার কুতুব উদ্দিন বাবু নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সভাপতি পদে শামীমুল ইসলাম লিজন, সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ-সম্পাদক সন্টু, সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, কোষাধক্ষ জাকারিয়া জামু, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য শিমুল এবং রবিউল ইসলাম জাম্বু শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।