জীবননগর অফিস
জীবননগর উপজেলা পরিষদের মাসিক সভা, উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে পর্যায়ক্রমে সকল সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও সন্ত্রাসবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাখাওয়াত হোসেন, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, সাংবাদিক জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় উত্থাপিত বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।