স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সকল ইউনিয়ন কর্মপরিষদ সদস্যদের নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সেক্রেটারী মোঃ আবেদুদ্দৌলা টিটোনের পরিচালনায় গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয় বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মোঃ রুহুল আমিন। প্রধান অতিথি সকল দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সংগঠন কারি তাই আপনাদের আরও দায়িত্বশীল ভূমিকায় কাজ করতে হবে। আগামী মাসের জন্য আপনাদের কিছু কাজ আমি দেবো ১. উপজেলা ও ইউনিয়ন কর্মপরিষদ সদস্য ও টিম সদস্যদের নিয়ে টিসি করবেন , ২. সব্বেদারী (নৈশ ইবাদত) করবেন, ৩. অগ্রসর কর্মীদের নিয়ে টি এস করবেন। সব শেষ কথা হলো সমাজ-রাষ্ট্রে কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য ন্যায় ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইবেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আব্দুল কাদের, জেলা বাইতুল মাল সম্পাদক মোঃ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মফিজ উদ্দিন জর্দার জেলা কর্মপরিষদ সদস্য মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওঃ আব্দুল গফুর, সহকারী সেক্রেটারী আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া, বাইতুল মাল সম্পাদক মুহাসিন আলী, পেশাজিবী সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, অফিস সম্পাদক মাওঃ ইখতিয়ার হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওঃ ফজলুল হক, যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক, উপজেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ ওয়াহেদুজ্জামানসহ ছয়টি ইউনিয়নের আমীর ও সেক্রেটারীগণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা আমির মোঃ নায়েব আলী।