আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত চলমান সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালন উপলক্ষে অগ্রসর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা আদ্বদ্বীন কমপ্লেক্সে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর মাহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য ও জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি এবং আলমডাঙ্গা পৌর জামায়াতের তদারককারী আলতাফ হোসাইন, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ টিপু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত কর্মীদের ব্যক্তিগত কুরআন অধ্যয়ন, আয়াত মুখস্থকরণ, সাংগঠনিক দায়িত্ব ও সদস্য বৃদ্ধির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি ইয়ানত (সংগঠনিক অঙ্গীকার) বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে ইয়ানত বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মাওলানা আজিজুর রহমান বলেন, “এই প্রিয় মাতৃভূমির অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। সে লক্ষ্যে মানবতার কল্যাণ ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে জামায়াতের কর্মীদের। এজন্য চলতি বছরের মধ্যেই রুকন (শপথের কর্মী) হওয়ার প্রস্তুতি নিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসান, আশকার আলী, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, প্রভাষক সাহিন শাহিদ, মাওলানা হাসমত উল্লাহ, মোশাররফ হোসেন, নিজাম উদ্দিন, প্রভাষক মো. হানিফ, মাওলানা আশরাফুল আলম, খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ব্যাংকার আব্দুল কুদ্দুস, আতিয়ার রহমান, শামীম রেজা, আল-আমিনসহ সকল ওয়ার্ডের অগ্রসর কর্মীবৃন্দ।