স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় সিএসএস (এনজিও) স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা ব্রাঞ্চে সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম যশোর জোন এর আয়োজনে সিএসএস কার্যালয়ে এই ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। দামুড়হুদা ব্রাঞ্চের ম্যানেজার ভবতোষ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিএসএস (এনজিও) এর চুয়াডাঙ্গা রিজিওনের রিজিওনাল ম্যানেজার পিন্টু কুমার সেন, দামুড়হুদা শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হাসানুজ্জামানসহ ব্রাঞ্চের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। ফ্রী মেডিকেল ক্যাম্প সেবার আওতায় ছিলেন এমএফপি উপকারভোগী মা ও শিশু এবং সেবা সমূহের মধ্যে ছিলো হেলথ্ চেকআপ ও ব্যবস্থাপত্র প্রদান। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে একটানা বেলা ৪টা পর্যন্ত এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন ডাঃ জান্নাতুল ফেরদৌস (সীমা), এমবিবিএস (রাজশাহী) এমসিজিপি (ঢাকা), সিএমইউ (আল্ট্রা)।