স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত যাওয়ার সময় ৮ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও আরো দুটি অভিযানে বিপুল পরিমানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে চোরাকারবারীদের আটক করা যায়নি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গনমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল শনিবার সকাল ৬টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৩-আর হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের পুকুর পাড়ের মধ্যে হতে হাবিলদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৫ জন বাংলাদেশীকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ, ১ নারী ও ৩ জন শিশু। আটক মোঃ শফিকুল গাজী(৩৭) নড়াইল জেলার কালিয়া থানার সাত্রাখালী গ্রামের বাসিন্দা। একই দিন সকাল সাড়ে ৬ দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ রফিকুল ইসলাম এর গোলাপ বাগানের সামনে হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে পুুরুষ ২ জন ও নারী ১ জন। আটক পুরুষ সদস্যরা হলো মৃণাল কান্তি রায় (৫৬) ও পৃথ্বি রায় রাহী (২২)। মেীলভীবাজার জেলার বাসিন্দা।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৪/৩-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকরাইল গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২ হাজার ২৫০পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল ভোর রাত ৪টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৫০/৩-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা নামক গ্রামের কলাবাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ওসমান হোসেনএর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
