মেহেরপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলামজাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে

মেহেরপুর অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন- জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। এর আগে ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য সকল সংস্কার সম্পন্ন করতে হবে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর শহরে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। জামায়াতের পক্ষ থেকে ঐকমত্য কমিশনেও বলা হয়েছে সকল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। নির্বাচনের তারিখের জন্য জামায়াত কখনো ব্যস্ত ছিল না। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলেও বক্তব্য রাখেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, জামায়াতের নেতৃবৃন্দের বিচারের ষড়যন্ত্রে যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। সরকারের ভেতরে এবং বাইরে ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তারা পোশাক পাল্টে বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে বলেও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম খান।
জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য ডা. আলমগীর বিশ্বাস,
কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল কাশেম ও জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, বায়তুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, দাওয়াহ বিভাগীয় সেক্রেটারি মাওলানা সোহেল রানা, প্রচার সেক্রেটারি খাইরুল বাসার, যুব বিভাগীয় সেক্রেটারি সোহেল রানা ডলার এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল।
অনুষ্ঠান থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলা হয়-জামায়াতের প্রতিটি জনশক্তিকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং ইসলামী চিন্তাধারাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। সে লক্ষ্যে ইমানী শক্তিকে মজবুতকরন, ব্যক্তিগত মানউন্নয়ন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *