দৈনিক আজকের বিশ্ব ডেস্ক
“ইরানকে থামানো না হলে খুব কম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে,” ইরানে এবারের হামলা শুরুর কারণ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনটাই বলেন।
“এটা এক বছরও হতে পারে। কয়েক মাসের মধ্যেও হতে পারে” হুঁশিয়ারি দেন তিনি।
অবশ্য মি. নেতানিয়াহু এর আগেও বেশ কয়েকবার এমন হুঁশিয়ারি দিয়েছেন। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা তৈরির দ্বারপ্রান্তে এমন অভিযোগ এর আগেও বেশ অনেকবার তোলা হয়েছে।
ইরানের পারমাণবিক কার্যক্রম শুরু হয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রাজা রেজা খান বা রেজা শাহ পাহলভির হাত ধরে। এটা ঘটে মূলত ষাটের দশকের দিকে। তখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকায় আমেরিকা সহযোগিতাও করতো।