মহেশপুর ও জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৯ বাংলাদেশী আটক, বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

স্টাফ রিপোর্টার

মহেশপুর ও জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৯ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে সীমান্তের পৃথক ৩টি স্থান থেকে বাংলাদেশী নাগরিকদের আটক করা হয়। এছাড়াও বিজিবি আরো ৬টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বুধবার বিকাল ৫টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৯-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক অখিল হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৪ জন নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ১ জন, নারী ১ জন ও শিশু ২ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১৬-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামে বেলেঘাট পোস্ট এর পূর্ব পার্শ্ব হতে হাবিলদার মোঃ বকুল আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ৩ জন নারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন দুপুর ১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৯-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের মাঠের মধ্যে হাবিলদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন নারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

এদিকে বুধবার বিকাল ৪টার দিকে সীমান্ত পিলার-৬৪/এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর বেলতলা পাঁকা রাস্তার উপর হতে নায়েক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১০৮ পিচ ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট ও ০.৮৩৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়। একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৯/৪-এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়ীয়া নামক গ্রামের মেহগুনী বাগান হতে হাবিলদার মোঃ মাহামুদুর রশিদ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত মাড়ে ৮টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ ভূইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে নিমতলা বিওপি’র সীমান্ত-৭৫/৩-হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মোঃ নিজাম উদ্দিন এর পুকুর পাড়ে হতে হাবিলদার মোঃ আকরাম হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৯ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

একই দিন রাত ৩টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত-৫২/১৮-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামে সুবেদার শরীফ মনিরুজ্জামান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৪-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামে হাবিলদার শিশির হালদার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *