স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। এবার বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো স্বপ্নের ডানায় ভর করি , শিশুশ্রমের শৃংঙ্খলা ছিড়ি, এগিয়ে চলি দীপ্ত পায়ে, আশার আগুন বুকে জালি।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালি কোর্ট মোড় ঘুরে আবার একইস্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, শিশুদের উজ্জল ভবিষ্যতের জন্য শিশুশ্রম প্রতিরোধ করা আবশ্যক। শিশুশ্রম প্রতিরোধের জন্য সকল পিতা-মাতাকে সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার শ্রম পরিদর্শক মোঃ ফারজুন ইসলাম বলেন, কলকারখানায় ১৪ বছরের নিচের শিশুদেরকে নিয়োগ দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং ১৮ বছরের নিচের কিশোরদের নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধি-নিষেধ ও জাতীয় শিশুশ্রম আইন ২০১৯ এর নীতিমালা অনুসরণ করতে হবে। শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে এবং সকলকে শিশুশ্রম প্রতিরোধে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী সাকিব হাসান তুষারসহ অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষার্থীসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।
বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
