স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আয়োজিত রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত হয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় আয়োজিত অনুষ্ঠানে তিনি মাঠ প্রশাসনের কার্যকর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা, পেশাদারিত্ব এবং সেবার মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা এবং গ্রাম আদালতের কার্যক্রম–সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শারমিন আক্তার, উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা ও আবদুল্লাহ আল নাঈম, সহকারী পরিচালক, স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং নাগরিকসেবায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে।