গাংনীতে অবৈধ যান নসিমন উল্টে একজন নিহত

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী-সাহারবাটি সড়কে ট্রাককে সাইড দিতে গিয়ে অবৈধ যান নসিমন উল্টে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম নাহিদ হাসান (২০)। সে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের বাবলু হোসেনের ছেলে।
নাহিদের বন্ধু আজমাইন হোসেন জানান, সে ও নাহিদ গ্রামের নসিমন চালক সামিউলকে নিয়ে সাহারবাটি থেকে গাংনীর দিকে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় নসিমন চালক সামিউল। তিনজনই উল্টে রাস্তার উপর নসিমন চাপা পড়ে। পথচারীরা তাদেরকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাসমেরী খায়রুন্নাহার নাহিদকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, নাহিদ হোসেন নামের একজনের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *