তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরাইলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে। ইরানে ইসরাইলের হামলা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’।
বুধবার (১৮ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এরদোয়ান বলেন, ইরানের প্রতিক্রিয়া স্বাভাবিক, আইনি এবং বৈধ।
পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনা শেষ হওয়ার অপেক্ষা না করেই ইসরাইল তুরস্কের প্রতিবেশী ইরানে হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, তুরস্ক কূটনৈতিকভাবে সংকটের সমাধান দেখতে চায় এবং আঙ্কারা গঠনমূলক ভূমিকা পালন করতে পারে।
আরও পড়ুন … মার্কিন ঘাঁটিতে হামলার জন্য প্রস্তুত ইরানী ক্ষেপণাস্ত্র, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা
এদিকে ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ছাড়া ইসরাইলে হামলার জন্য তেহরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলছে, ইরানজুড়ে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৮৫ জন নিহত নিহত হয়েছেন। আহত ১ হাজার ৩২৬ জন। খবর আল-জাজিরার।
আরও পড়ুন: ট্রাম্পের হুমকির পর যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি
সংগঠনটি বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে তারা শনাক্ত করতে পেরেছে।