মুশফিকের ১৫০, লিটনের ফিফটি, বাংলাদেশেরও ৪০০

অনলাইন ডেস্ক

৯ রানের অপেক্ষায় থেকে মুশফিকুর রহিম গিয়েছিলেন মধ্যাহ্নভোজের বিরতিতে। লিটন দাস ফিফটি থেকে দাঁড়িয়ে ছিলেন ৬ রানের দূরত্বে। এদিকে বাংলাদেশের অপেক্ষাটা ছিল ১৭ রানের। তিনটি অপেক্ষাই মিটে গেল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে।

ক্যারিয়ারের সপ্তম দেড়শো রানের ইনিংসের দেখা পেয়ে গেলেন মুশফিক। ১৮তম ফিফটির দেখা পেয়ে গেছেন লিটনও। সঙ্গে সঙ্গে বাংলাদেশও ছুঁয়ে ফেলেছে ৪০০ রানের মাইলফলক।

মাইলফলকগুলো ছোঁয়া হয়েছে ১২ বলের এদিক ওদিকে। প্রথমে পালা ছিল মুশফিকের। থারিন্দু রত্নায়েকের বলে ফাইন লেগ দিয়ে চার মেরে ক্যারিয়ারে সপ্তম বারের মতো ১৫০ ছুঁয়ে ফেলেন মুশফিক।

সে ওভারের শেষ বলে লিটন দাস এক্সট্রা কভার অঞ্চল দিয়ে হাঁকান দারুণ এক চার। সে চারে চারশো রানের মাইলফলক ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

এক ওভার পর সেই থারিন্দুর বলে একটা রান নিয়ে ক্যারিয়ারের ১৮তম পঞ্চাশ রানের দেখা পেয়ে যান লিটন। ১১ ইনিংস পর এই প্রথম কোনো ফিফটির দেখা পেলেন তিনি। বিষয়টা তাকে বেশ স্বস্তিই যে দেবে, তা আর বলতে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *