বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণার দাবির সমাবেশ

অনলাইন ডেস্ক

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার কর্মীরা।

অন্যদিনের মতো আজ বুধবার (১৮ জুন) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।

কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

আজ সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নগর ভবনে আসছেন ঢাকাবাসী। মিছিল থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকের।

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: বিএনপি মহাসচিব
একই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতেও স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা।

বিএনপির নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকেরা গত ১৪ মে থেকে নগর ভবনে অবস্থান নিয়ে টানা কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি পালন করা হচ্ছে ‘ঢাকাবাসী’ ব্যানারে।

কর্মসূচির দ্বিতীয় দিনেই নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পর থেকে নগর ভবনে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে। শুধু মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানের কাজ চলছে।

কর্মকর্তারা অফিস করতে পারছেন না। ইশরাকের সমর্থকদের বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন সিটি করপোরেশনের বেশির ভাগ কর্মচারী।

এ কর্মসূচির মধ্যেই গত ২১ ও ২২ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অবস্থান নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *