চুয়াডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ৬৯তম জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি জননেতা শামসুজ্জামান দুদুর ৬৯তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদের আয়োজনে শহরের শান্তিপাড়ার স্কুল মোড়ে তার নিজ রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে কেক কাটা ও মিষ্টিমুখ করিয়ে জন্মদিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে আয়োজক মুনজুরুল জাহিদ বলেন, “জননেতা শামসুজ্জামান দুদু এই চুয়াডাঙ্গা শহরেরই সন্তান। এখানেই তার জন্ম, এখান থেকেই তিনি দেশের জাতীয় রাজনীতির শীর্ষপর্যায়ে উঠে এসেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুগত এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার। ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে আজ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে যে বলিষ্ঠ ভূমিকা তিনি পালন করছেন, তা আমাদের জন্য গর্বের বিষয়। জন্মদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য অমিত হাসান রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক তোহফাতুর রাব্বি রিংকু, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রকাশনা সম্পাদক জুয়েল রানা, তথ্য ও গবেষণা সম্পাদক ওয়ায়েস আল-আমিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু নোমান পাপন, কোষাধ্যক্ষ শাকিল উদ্দিন শুভ, শ্রম বিষয়ক সম্পাদক ওয়াশিম আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখলাস মুন রায়হান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সাজু আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীরা শামসুজ্জামান দুদুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামীর রাজনৈতিক সফলতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *