চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় যুবলীগ নেতা যুবায়ের আটক

স্টাফ রিপোর্টার।।


রাজশাহীর তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক যুবায়ের ইসলামকে (৫০) ভারতে যাওয়ার সময় আটক করা হয়েছে। আজ
মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী জানান, রাজশাহী জেলার তানোর উপজেলার সাদি গ্রামের মরহুম আবুল কালামের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক যুবায়েরের বিরুদ্ধে তানোর থানায় একটি নাশকতা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে । তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, যুবায়েরকে আটকের পর তানোর থানায় খবর পাঠানো হয়েছে। তারা পৌঁছুলে মামলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পরে আটক যুবায়েরকে তাদের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *