সাপাহারে বিশ্ব মরুকরণ ও খরা দিবস ২০২৫ উদযাপন

তোফায়েল আহমেদ (সাপাহার নওগাঁ প্রতিনিধি)

নওগাঁর সাপাহারে পিকেএসএফ-এর সহযোগিতায় ঘাসফুল কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)- ফল প্রকল্পের উদ্যোগে বিশ্ব মরুকরণ ও খরা দিবস- ২০২৫ পালিত হয়েছে। জাতিসংঘের ঘোষিত প্রতিপাদ্য “জমি পুনরুদ্ধার করুন, সুযোগের দ্বার খুলুন”-এর আলোকে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। সেখানে র‌্যলি সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা নওগাঁর ক্রমবর্ধমান মরুকরণ সংকট নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাপাহার সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সুরাইয়া আক্তার লিলি সতর্ক করেন বলেন “নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর ৩ মিটার নিচে নামছে। টেকসই সমাধান বাস্তবায়ন না করলে ২০৪০ সাল নাগাদ ১৭% কৃষিজমির উর্বরতা হারাবো আমরা।” সাপাহার কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন্নাহার সুমি এ বিষযে মানুষের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “পানির অপচয় ও ভূমি অব্যবস্থাপনার মাধ্যমে আমরা নিজেরাই এই সংকট সৃষ্টি করেছি। গাছ লাগানো ও পানি সংরক্ষণের মাধ্যমে এখনই সচেতন হতে হবে।” SMART-ফ্রূটস প্রকল্প ম্যানেজার জনাব কুদরাত-ই-খোদা মো. নাছের সমাধানের রূপরেখা তুলে ধরে বলেন, “বৃষ্টির জল সংরক্ষণ, সোলার সেচ ও খরা-সহিষ্ণু গাছ রোপণে জরুরি বিনিয়োগ প্রয়োজন।”

প্রধান অতিথি সেলিম হোসেন (এরিয়া ম্যানেজার) তার সমাপনী বক্তব্যে জোর দিয়ে বলেন, “মরুকরণ রোধে পুনরুদ্ধারই সর্বোত্তম হাতিয়ার। জমি বাঁচানোর এই লড়াইয়ে সরকরি, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণকে একত্রিত হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *