মধুমতি নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

রায়হান শেখ, মোল্লাহাট প্রতিনিধি,(বাগেরহাট)

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা গাড়ফা গ্রামে আজ শনিবার দুপুর ১২ টায় গাড়ফা মধুমতি নদীতে গোসল করতে গিয়ে রতন মোল্লা (৭৫) নিখোঁজ হয়েছেন। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্বব না হওয়ায় তাকে মৃত ধরা হচ্ছে।তার লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের মোল্লাহাট ইউনিট কাজ করছেন।মোল্লাহাট ইউনিটে অক্সিজেন না থাকায় খুলনা ইউনিটে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক উপস্থিত হন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
এসময় খবর পেয়ে মোল্লাহাট উপজেলা যুবদলের অন্যতম নেতা মোল্লা মাসুদ আলম ঘটনাস্থলে উপস্থিত হন।
নদী মাতৃক আমাদের বাংলাদেশ।মোল্লাহাট উপজেলার মধুমতি নদীর কোল ঘেষে গাড়ফা,গিরিশ নগর সহ বেশ কিছু গ্রাম রয়েছে।এসকল গ্রামের সঙ্গে মধুমতি নদীর গভীর সম্পর্ক রয়েছে।গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজ- কর্ম এ নদীর পানি দ্বারা মিটানো হয়।গোসল করে গিয়ে অনেক সময় দুর্ঘটনায় পতিত হন অনেকে।এলাকাবাসীর দাবী, মোল্লাহাট ইউনিটের ফায়ার সার্ভিসের দক্ষ ডুবুরীসহ পর্যাপ্ত অক্সিজেন মজুদের ব্যবস্থা করতে হবে।
খুলনা থেকে ফায়ার সার্ভিসের দক্ষ ডুবুরি দলের এসে হাজির হয়েছেন।তারা তাদের উদ্ধার তৎপরতা শুরু করে ও কিছু সময় পরে মৃত রতন মোল্লার লাশ উদ্ধার সম্ভব হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *