মহেশপুুরের ফতেপুরে অন্যের আবাদি জমি দখলের অভিযোগ স্থানীয় প্রভাবশালী নেতার বিরুদ্ধে

হাসাদাহ প্রতিনিধি
মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের হতদরিদ্র কাজী নজরুল ইসলামের (৬৮) আবাদি জমির ফসল নষ্ট করে জোর করে দখলের অভিযোগ উঠেছে একই গ্রামে বসবাসকারী স্থানীয় এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী ব্যক্তির সাথে কথা বললে তিনি জানায়, আমার এই জমিটি নিমতলা-ফতেপুর ইউনিয়নের ১০৫ নং মৌজার। সাবেক ৪৮৭ দাগের মধ্যে ৩৩ শতাংশ জমি আমি এবং আমার ভাই আজিজ কাজী (৫৫) ভোগ দখল করে আসছিলাম।
তিনি আরো জানান, আমার পিতা জীবিত থাকা অবস্থায় আমাদের একই গ্রামে বসবাসকারীদের নিকট হইতে এই জমিটি দলিল মুল্যে ক্রয় করে গত ০৬/০৩/১৯৭৫ ইং তারিখে আমার এবং আমার ভাই ভাইয়ের নামে রেজিস্ট্রি করি যাহার দলিল নং ৩৭৮৮। সেই থেকে প্রায় ৪০ বছর যাবত আমি আমার শরিকগনের সাথে সমঝোতার মাধ্যমে জমিটি চাষ করে আসছিলাম। এর মধ্যে বিগত ০৮/০৬/২৫ ইং তারিখে আমার একই গ্রামের বসবাসকারী মৃত তবিবর খানের ছেলে গোলাম ফারুক খান তিনি তার ও তার লোকবল আমার জমির ফসল ট্রাক্টর দিয়ে ভেঙে দেয়। এসময় আমি বাধা দিতে গেলে ফারুক খানের নির্দেশে আমাকে ট্রাক্টরের সাথে পিশে ফেলা’র গুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে আমি সঠিক বিচারের জন্য মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের ভিত্তিতে এসআই বিল্লাল হোসেন গত ১১-৬-২৫ ইং তারিখে সরেজমিনে তদন্তে আসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *