স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ১৬ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বাঘাডাঙ্গা কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত নেয়া হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কুমারিপাড়া কোম্পানী কমান্ডার, মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ বাঘাডাংগা কোম্পানীর খোসালপুর বিওপি কমান্ডার’কে চিঠি দেন। তাতে বলা হয়েছে ভারতে অবৈধভাবে বসবাসরত ১৬ জন বাংলাদেশীকে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। বিএসএফ উক্ত ১৬ জন বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করেন। গতকাল বেলা দেড়টার দিকে ১৬ জন ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও বিস্তারিত তথ্য বিজিবি’কে প্রেরণ করে। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্তের ৬০/৮৫ নং মেইন পিলারের শূন্য লাইন বরাবর বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আটক বাংলাদেশীদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় প্রেরণ করা হয়েছে।
মহেশপুর সীমান্তে বিএসএফ কর্তৃক ১৬ বাংলাদেশী নাগরিক হস্তান্তর
