স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পূর্ণ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্টফোন ও আকাশ সংস্কৃতির যুগে সমাজের প্রতিটি স্তরে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে। তা না হলে সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে কোনরকম বোধ করা যাবে না।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী ও পৌর ছাত্রদলের সদস্য শাহরুখ আহমেদ। জমকালো এ আয়োজনের পাঁচটি দলকে পিছনে ফেলে ফাইনালে উন্নীত হয় ভিক্টোরিয়ান্স আর্মি ও ভিক্টোরিয়ান্স ভাইপার্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে ভিক্টোরিয়ান্স ভাইপারস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন।
চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান ভাইপার্স দলের অধিনায়ক ছিলেন রাকা, সহ-অধিনায়ক আকাশ, অভিজিৎ, রাজিবুল, সনিধ, সাব্বির, ফাহিম, উদয়, এজাজ ও নাজিব।
উল্লেখ্য- ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি ব্যাচ।
চুয়াডাঙ্গায় ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণকালে শরীফুজ্জামান শরীফখেলাধুলাকে সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে হবে
