ট্রেনিং সেন্টার করে অদক্ষ শ্রমিকদের দক্ষ করতে চাই, চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু

স্টাফ রিপোর্টার:

বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু  বলেছেন, আমার জানা মতে খুলনা বিভাগের প্রথম একজন বিজিএমইএর সভাপতি নির্বাচিত হয়েছি আমি । একটি গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে আমার প্যানেল নির্বাচিত হয়েছে। চুয়াডাঙ্গা দেশের একটি অবহেলিত জেলা। চুয়াডাঙ্গা নিয়ে বিজিএমইএর কেন্দ্রিক যে কাজটা করার সুযোগ রয়েছে সেটা হলো, আমরা চাইলে এখানে একটি ট্রেনিং সেন্টার করতে পারি। যাহার মাধ্যমে যে সব শ্রমিক কাজ করতে চাই তাদেরকে দক্ষতা তৈরি করে পাঠানো সম্ভব।  যাতে শুরুতে অপেক্ষাকৃত অন্যদের থেকে বেশি বেতনে কাজ করতে পারে।  আজ সোমবার রাত ৮ টায় স্হানীয় একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন 

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপিত ও  বিজিএমইএর  সভাপতি মাহমুদ হাসান খান বাবু আরো বলেন, 

 নির্বাচিত হওয়ায় এই অঞ্চলের মানুষের জন্য কিছু করতে চাই ।  সেটা এখন সম্ভব হচ্ছে না কারণ দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে।  এই পরিস্থিতিতে  ব্যবসায়ীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে।  আমি চাই দেশে সুষ্ঠু নির্বাচন হলে রাজনৈতিক দল থেকে  নির্বাচিত সরকার দায়িত্ব পালন করলে  ব্যবসায়ীদের আস্তা বাড়বে তখন ব্যবসায়ীরা বিনিয়োগ করবে।  সেই সময়  ব্যবসায়ীদের জন্য কিছু করা যাবে । 

চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচির সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,  চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুজ্জামান টরিক,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ,  সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন,  দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ স্হানীয় সাংবাদিকবৃন্দ। পরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে মাহমুদ হাসান খান বাবুকে ফুলেল শুভেচছা জানানো হয়। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *