আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের এনায়েতপুর চারাবাড়াদী আদর্শ ক্লাবের আয়োজনে সাত বছর পর অনুষ্ঠিত হলো জমজমাট ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও আলহাজ্ব মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মীর মহিউদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজনের মাধ্যমে এই ফুটবল ফাইনাল খেলার সূচনা হয়। এ উপলক্ষে স্থানীয়দের মাঝে ধর্মীয় ও ক্রীড়ামূলক আবহ তৈরি হয়।
সোমবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় কুমারী চাষী ক্লাব বনাম শালিকা ইয়েস টিম। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কুমারী চাষী ক্লাব ১-০ গোলে জয়লাভ করে।
ফাইনাল খেলার সার্বিক পরিচালনায় ছিলেন মো. সেলিম রেজা (বানাত), যিনি আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান শরীফ। তিনি বলেন, “তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের শৃঙ্খলা ও ইতিবাচক চিন্তার পথে এগিয়ে নেয়।”
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম শিপলু, শফিকুল ইসলাম পিটু, জাতীয়তাবাদী কৃষক দলের জেলা সদস্য সচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড়াদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আহসান মল্লিক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী বিশ্বাস।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, সাত বছর পর টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও প্রতিবছর এ আয়োজন ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা, যাতে যুবসমাজ খেলাধুলার সঙ্গে যুক্ত থেকে গঠনমূলক সমাজে ভূমিকা রাখতে পারে।