আলমডাঙ্গার বেলগাছীতে জামায়াতের প্রীতি ফুটবল ম্যাচ, যুব সমাজকে মাদকমুক্ত থাকার আহ্বান

আলমডাঙ্গা অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলগাছী ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে আলমডাঙ্গা উপজেলার কেদারনগর প্রাইমারি স্কুল মাঠে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের যুবকদের অংশগ্রহণে এ খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, “সমাজ থেকে মাদক, নেশা ও অপসংস্কৃতি দূর করতে হলে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজকেই ভালো কাজের মাধ্যমে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের যুব প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক ওমর ফারুক জনি, অফিস ও কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মজনু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাসানুল কবিরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

খেলার মাঠজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ। স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *