স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর-মর্তুজাপুর গ্রামের মাঠে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ডাকাতি ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছেলে জিয়ারুলকে (২০) ও বাবা শফি উদ্দিনকে (৬০) পিটিয়ে নগদ টাকা ছিনতাই করেছে বলে যানা গেছে। এলাকাবাসি আহত অবস্থায় বাবা-ছেলের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ছেলের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে।
আহত বাবা-ছেলে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। তারা ভ্রাম্যমান পোশাক বিক্রেতা। রাত সাড়ে ১০টার দিকে দশমাইল বাজারে কেনাবেচা শেষে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন তারা। শিবপুর ও মর্তুজাপুর গ্রামের মাঝামাঝি স্থানে ফাকা মাঠে পৌছালে সড়কের উপর ডাকাতদলের দেয়া বাশের ব্যারিকেট পার হতে গিতে ভ্যানসহ উল্টে যায়। এ সময় সাথে সাথে ৬-৭ জনের ডাকাতদল তাদেরকে ঘিরে ধরে। পরে কিছু বোঝার আগেই ভ্যানচালক জিয়ারুলকে কুপিয়ে জখম করে ও বাবাকে পিটিয়ে আহত করে। পরে তাদের কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ধারাল অস্ত্রের আঘাতে জিয়ারুলের বাম হাতে গভীর ক্ষত হয়েছে। তার অবস্থা আশংকাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।