মেহেরপুর অফিস
মেহেরপুরে ছাগল বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজিম উদ্দীন (৬৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪জন ছাগল ব্যবসায়ী। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজিম উদ্দীন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডোম্বলপুর গ্রামের বাসিন্দা। আহতদের বাড়ি একই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগল ব্যবসায়ি নজিমুদ্দীনসহ অন্যান্য ব্যবসায়ীরা মেহেরপুরের বারাদী পশু হাটে ছাগল বিক্রি করতে গিয়েছিলেন। তারা হাট থেকে একটি ইঞ্জিনচালিত আলগামন গাড়ীযোগে বাড়ি ফেরার পথে দরবেশপুর নামক স্থানে পৌঁছালে, আলগামন গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় আলগামন গাড়ী থেকে পড়ে ঘটনাস্থলেই নাজিমুদ্দীন নিহত হয়। আহত হয় আরো ৪ জন ছাগল ব্যবসায়ি । এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দীন জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ী নিহত, আহত-৪
