চুয়াডাঙ্গায় বাসে বাড়তি ভাড়া আদায়রোধে সচেতনতামূলক প্রচারণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায়রোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে এ সংক্রান্ত ভিজিলেন্স টিম। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা বড় বাজার ও আন্তঃজেলা বাস টার্মিনালে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে এ প্রচারণা চালানো হয়। বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নিরাপদ সড় চাই, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে এ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
এসময় কাউন্টারগুলো থেকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করতে সতর্ক করা হয়। একই সাথে ঈদে কর্মস্থলে ফিরতে চুয়াডাঙ্গা থেকে ঢাকার গাবতলী পর্যন্ত সরকার নির্ধারিত সাধারণ পরিবহনের ভাড়া ৬৭৫ টাকা, চুয়াডাঙ্গা থেকে ঢাকার আব্দুল্লাপুর পর্যন্ত ৭৯০ টাকা এবং মেহেরপুর থেকে ঢাকার গাবতলী ও আব্দুল্লাপুর পর্যন্ত ৭৯০ টাকা হারে গ্রহণের বিষয়ে জানানো হয়।
ভিজিলেন্স টিমে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম আব্দুর রউফ শিবলু, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনউদ্দিন, চুয়াডাঙ্গা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই- নিসচা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ও বিআরটিএ’র উ”চমান সহকারী সাকিরুল ইসলাম।
ভিজিলেন্স টিমের সদস্যরা জানান, আজ (বৃহস্পতিবার) থেকে এ বিষয়ে চুয়াডাঙ্গায় নিয়মিত তদারকি করবে জেলার সড়ক নিরাপত্তা বিষয়ক ভিজিলেন্স টিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *