মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউপিতে বরাদ্দের ভিজিএফের চালের কার্ড বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ইউপি মেম্বারগণ তার নির্বাচনী এলাকার জনগনের জন্য কার্ড পেয়েছেন খুবই কমসংখ্যক কার্ড। বাকি কার্ড চলে গেলে দলীয় নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের হাতে। তারা তাদের অনুগতদের মধ্যে বিতরণ করে সুনাম অর্জন করবে। প্রথমে সমবন্টন না হলেও পরে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা গেছে, অত্র ইউনিয়নে মোট ৬ হাজার ৪৯৪ জন দুস্থ্য অসহায় মানুষের জন্য ভিজিএফের চাল বারাদ্দ করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। যার অনুকুলে মাথাপিছু ১০ কেজি হিসেবে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৬৫ মেট্রিকটন চাল। এ চাল বিতরণের ক্ষেত্রে মধ্যে ১২ জন মেম্বার প্রত্যেকে ৯০টি করে কার্ড পান যা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বিতরণ করবেন। এতে দেখা যায় ১০৮০টি কার্ড বিতরণ করা হয়েছে। বাকী কার্ডের কোন হিসেব মেলেনি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্য জানান, আমরা ১২ জন মেম্বার প্রত্যেকে ৯০টি করে কার্ড পেয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পেয়েছে ১৫০টি কার্ড। বাকিগুলো চলে গেছে বিএনপি নেতাদের হাতে। তবে এনসিপি ও জামায়াত নেতাদের বিষয়টি জানিনা। প্যানেল চেয়ারম্যান মন্টু বিএনপি নেতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের কাছে কার্ড বিতরণ করেছেন। গতকাল বুধবার বিকাল পর্যন্ত সম্পুর্ণ চাল বিতরণ করা হয়নি।
বিষয়টি স্বীকার করে প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু জানান, বিএনপি নেতাদের পরামর্শে ইউপি মেম্বারদেরকে ৯০ টি করে দেওয়ার পর বিএনপি নেতাদেরকেই সব কার্ড দেওয়া হয়েছে গরীবদের মাঝে বিতরণের জন্য। বিএনপি নেতাদের কার্ড দিতে পারেন কিনা? এ প্রশ্নের জবাব মেলেনি।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান জানান, ধানখোলা ইউনিয়ন বিএনপির “ক” ইউনিটের সভাপতি ও সম্পাদক প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে কার্ড নিয়ে নিজ অনুগতদের মাঝে বিতরণ করেন। তারা সব ওয়ার্ডে বিতরণ না করায় মনোমালিন্য দেখা দেয়। গত মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় আবারও পরিষদে নেতাকর্মীদের সাথে বসে সমবন্টন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং প্যানেল চেয়ারম্যানকে নিয়মানুযায়ি চাল বিতরণের আদেশ দেওয়া হয়েছে বলে জানান।
গাংনীতে ভিজিএফের চালের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
