জীবননগর অফিস
জীবননগরে বাংলাদেশ সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন । গতকাল বুধবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনীর টিমের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন এর নেতৃত্বে দুই ঘন্টা মাদকবিরোধী অভিযানে ৩কেজি গাঁজাসহ ৪জন মাদক কারবারি কে আটক করে
আটককৃত আসামীরা হলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের মাঝের পাড়ার মৃত জাফর আলীর ছেলে সাদেক আলী(৫০) ও একই গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর সাত্তারের ছেলে মিজান হোসেন(৪৮), দক্ষিণপাড়ার মৃত হযরত আলীর ছেলে হামিদ ইসলাম(৫০) ও গাংপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে বাবুল হোসেন(৩০)।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনর্চাজ মামুন হোসেন বিশ্বাস জানান, বুধবার ভোররাতে ধোপাখালী গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩কেজি গাঁজা সহ ৪জন আসামীকে আটক করে জীবননগর থানায় নিয়ে আসা হয়। আসামীদের নামে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযান
